যুগের কথা প্রতিবেদক: ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন শেষ হয়েছে। রোববার রাত ৮টায় প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন শেষ হয়। মনোনয়নপত্র উত্তোলন শেষে এক ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. রেজাউল বারি রন্টু এসব তথ্য জানান।
তিনি বলেন, সভাপতি পদে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন হেলাল উদ্দিন। সহ-সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন তিনজন। এরা হলেন, এস এম তফিজ উদ্দিন, শহিদুল ইসলাম ফিলিপস ও হীরক গুণ। সাধার সম্পাদক পদে দুই জন। এরা হলেন ফজল-এ-খোদা লিটন ও ইসরাইল হোসেন বাবু। সহ-সাধারণ সম্পাদক মনোনয়ন পত্র উত্তোলন করেছেন তিনজন। এরা হলেন, সেলিম রেজা, আব্দুস সামাদ সায়েম ও আমিনুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক দুজন মনোনয়ন তুলেছেন। এরা হলেন, গাজী এস এইচ ফিেেরাজী ও দিলীপ কুমার গৌর। অর্থ সম্পাদক পদে তিনজন। এরা হলেন, নুরুল ইসলাম রইসী, রোমান আহমেদ ও মাহমুদুল হাসান উজ্জল। দপ্তর সম্পাদক পদে একক প্রার্থী জহুরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দুজন স¦পন চন্দ্র দাস ও রহমত আলী। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দুজন রিফাত রহমান ও জাকারিয়া হোসেন টুটুল, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে দুজন মান্না রায়হান ও সাজিরুল ইসলাম সঞ্জয় এবং কার্যনির্বাহী সদস্য পদে ৪ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এরা হলেন, মৌলভী নজরুল ইসলাম, নওশাদ আহম্মেদ, শফিক মোহাম্মদ রুমন ও নজরুল ইসলাম।
এসময় নির্বাচন কমিশনার মো. লোকমান হোসেন, নির্বাচনী ট্রাইবুনাল প্রধান এ্যাড. নাসিম সরকার হাকিম, নির্বাচনী ট্রাইব্যুনালের সদস্য মো. শহীদুল ইসলাম, প্রেসক্লাবের আহবায়ক আব্দুল কুদ্দুস, আহবায়ক কমিটির সদস্য আব্দুল হামিদ খান হীরাসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
