যুগের কথা প্রতিবেদক: আত্মহত্যা রোধ, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দিলেন জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর কর্মকর্তারা।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ ভিক্টোরিয়া স্কুলে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ সাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার)
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ জসিম উদ্দীন চৌধুরী, সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
সংগঠনটির সভাপতি কাওসার আলম সোহেল জানান, সংগঠনটি ২০১১ সাল থেকে এখন পর্যন্ত সারা দেশে ৩৯ লক্ষ শিক্ষার্থীকে সচেতন করেছে। সংগঠনের সদস্যরা সকলে শিক্ষার্থী, তারা প্রতি মাসে ১০ টাকা করে জমিয়ে সারা দেশে মাদক, বাল্য বিবাহ ও ধর্ষণ প্রতিরোধে কাজ করে যাচ্ছেন।
পরে শিক্ষার্থীরা সকল অন্যায়গুলোকে লাল কার্ড প্রদর্শন করেন।
