কাজিপুর প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে ফরম পূরণের টাকা কমানোর নামে ছাত্রলীগের দুর্বৃত্তরা কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলা লাঞ্চনা ও নির্যাতন চালায়। তারই প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধনের ডাক দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কাজিপুর উপজেলা শাখা। রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।
সারা দেশের ন্যায় একযোগে এক ঘণ্টা কর্মবিরতি পালনের সময় শিক্ষকরা হামলা ও মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার দাবি জানিয়ে বক্তব্য রাখেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কাজিপুর শাখার সভাপতি কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস, সাধারন সম্পাদক সহকারি অধ্যাপক আহসান হাবিব শামীম।
সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মুশফিকুর রহমান মুক্তার সঞ্চালনায় প্রতিবাদ মানববন্ধনে বক্তব্য রাখেন অত্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহসদুল হাসান মাজেদ, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইতিরানী বিশ্বাস, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আল আমিন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক সহ বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, অনার্স এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণের টাকা কমানোর নামে কলেজ শাখা ছাত্রলীগের নেতৃত্বে দুর্বৃত্তরা। গত ৮ই জুন দুপুরে অতর্কিত হামলা চালিয়ে শিক্ষকদের মারধর করেন। অজ্ঞাত দুর্বৃত্তরা কলেজে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করে। এ সময় তারা কলেজের ক্যাশ শাখা থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যায় এবং কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ইমরাম হোসাইন ও সহযোগী অধ্যাপক মো. আবু রেজোয়ানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষক সংগঠন।
