যুগের কথা প্রতিবেদক :
সিরাজগঞ্জ জেলায় পবিত্র ঈদ উল ফিতরের দিনে ১৩০টি পরিবারের ৩ বেলা সুস্বাদু ও মিষ্টান্ন খাওয়া দাওয়ার দায়িত্ব নিলেন ফেসবুকের সামাজিক সংগঠন ‘সুখ পাখি’।
ফেসবুক থেকে সংগৃহিত অর্থ দিয়েই এদায়িত্ব পালন করেছে সামাজিক সংগঠন ‘সুখ পাখি’।
(১ মে ২০২২), রবিবারে সদর উপজেলার হোসেনপুর দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩০টি পরিবারের মাঝে ১ লাখ ১০ হাজার টাকার আমিষ খাদ্য ও মিষ্টান্ন খাদ্য ও ৫ টি পরিবারের মাঝে ২ হাজার ৫’শ টাকা বিতরন করা হয়।
আমিষ খাদ্যের মধ্যে রয়েছে- ফ্রোজেন সলিড মুরগির গোস, পোলাও চাল, খিচুরির চাল, ডাল, তেল, পিয়াজ,আলু, আদা, রসুন, জিরা, গরম মসলা ও মিষ্টান্ন খাদ্যের মধ্যে রয়েছে- চিনি, লাচ্ছা সেমাই, চিকন সেমাই।
খাদ্য সামগ্রী পেয়ে হতদরিদ্র পরিবারের সুরুতজ্জামান বলেন, আমি প্রতিবন্ধী মানুষ। কাজ কাম করতে পারি না। লোকজনের কাছ থেকে চেয়ে পরিবার নিয়ে জীবনযাপন করে থাকি। সুখ পাখির খাদ্য সহসয়তা পেয়ে আমার ঈদের বাজার করতে হবে না। ঈদের দিন আপাতত ভালমন্দ খেয়ে ঈদ করতে পারমু।
খাদ্য সহায়তা বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সুখ পাখি’ সংগঠনের প্রতিষ্ঠাতা সেখ রজব, সুখপাখির মানবিক কর্মী হালিমা তুজ সাদিয়া, মানবিক কর্মী আব্দুল্লাহ মামুনসহ স্বেচ্ছাসেবকরা।
