যুগের কথা প্রতিবেদক : ১০৬তম জন্মদিনে গানে গানে বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমকে স্মরণ করলো সিরাজগঞ্জ বাউল শিল্পীগোষ্ঠী।
মঙ্গলবার (১৫ ফেব্র“য়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর এলাকার কালিবাড়ী বাজারে বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এরপর গভীর রাত পর্যন্ত মরমী শিল্পীর স্মরণে সঙ্গীত পরিবেশন করা হয়।
সিরাজগঞ্জ বাউল শিল্পীগোষ্ঠীর সভাপতি সঞ্জীব কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আব্দুল হান্নান মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলানিউজের সাংবাদিক স্বপন চন্দ্র দাস এবং কাজিপুর উপজেলা উপ-সহকারি কৃষি অফিসার মো. হাবিবুর রহমান (ইউসুফ) প্রমূখ।
অনুষ্ঠানে বাউল শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক আয়নাল বয়াতী, মিলন কুমার মন্ডল, মামুন বৈদেশী, ফজুলর করিমসহ শিল্পীরা সঙ্গীতি পরিবেশন করেন।
