এনায়েতপুর প্রতিনিধি : চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড থেকে মোঃ লাল মিয়া প্রাং টানা তৃতীয় বারের মত (হ্যাট্রিক) সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে এবারের নির্বাচনে লাল মিয়া প্রামানিক টিউবওয়েল প্রতীকে ৬৭৬ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দী রাশেদুল ইসলাম মোরগ প্রতীকে ৪৯১ ভোট পেয়েছে। বিজয়ী মেম্বার মোঃ লাল মিয়া সাংবাদিকদের জানান পূর্বের মত সকলের সহযোগিতা নিয়ে যমুনা নদী বিধৌত চর এলাকার উন্নয়নের জন্য বাকী দিনগুলোতে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাবো। ইনশাআল্লাহ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
