যুগের কথা প্রতিবেদক :
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াধানগড়া এলাকা থেকে ৮২ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে র্যাব ১২।
আটক মাদক ব্যবসায়ী আঃ সালাম শেখ(৪০) সয়াধানগড়া এলাকার জামাল শেখ এর ছেলে।
র্যার ১২ মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান জানান, সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অত্র এলাকার নিউ বগুড়া রোডে অভিযান পরিচালনা করে ৮২(বিরাশি) পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল এবং নগদ ১,৫০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।