যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জ শহরের প্রানকেন্দ্রে অবস্থিত সবুজ কানন স্কুল এন্ড কলেজে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের স্বকণ্ঠে মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় প্রতিষ্ঠানের নিজস্ব হলরুমে অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব আলী সরকার। অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নীরবতা পালন করা হয় ও সেলুট দেয়া হয়।
এর পর শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথি কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় সেই সাথে নবাগত প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ মোঃ আব্দুল হালিমকেও শীক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেয়।
প্রধান অতিথি তার বক্তব্যে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সামনে মুক্তিযুদ্ধে তার সাথে পাক হানাদার ও দেশীয় রাজাকার আলবদর বাহিনীর সঙ্গে ঘটে যাওয়া বাস্তব, লোমহর্ষক যুদ্ধের খন্ড চিত্রের স্মৃতি চারণ করেন। এতে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের বাস্তব ঘটনার অভিগ্ঞতা অর্জন করে এবং আবেগ আপ্লুত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম তার বক্তব্যে মুক্তি যুদ্ধ ও মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। স্মৃতি চারণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সহকারী প্রধান মোঃ মাসুদ আলম, সিনিয়র সহকারী শিক্ষক সাদেক রেজা, টি এম লৌহে মাহফুজ, আবদুল লতিফ শিরীন খাতুন,সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শরীরচর্চা শিক্ষক নুরে আলম হীরা।
