যুগের কথা প্রতবেদক: সিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা সি.এন.জি মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আনন্দ মুখর ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে এস. বি ফজলুল হক রোড জাহান আরা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং চলবে বিকাল ৪ টা পর্যন্ত চলে নির্বাচনের চুর্ডান্ত ফলাফলে সভাপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন এর মধ্যে ভোট পেয়েছেন মো.মাসুম (বাই সাইকেল মার্কা) নিয়ে ভোট পেয়েছেন ১২৬ ভোট এবং মোঃ আমিনুল ইসলাম টিউবয়েল প্রতিক নিয়ে ২৯১ ভোট এবং মো. ফিরোজ আহমেদ (দেওয়াল ঘড়ি) মার্কা, প্রতিক নিয়ে ৪৪৮ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন।
এবং সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে ২ জন নির্বাচন করছেন মো: খোরশেদ আলম (খলিল) চেয়ার মার্কা প্রতিক নিয়ে ৪০৫ ভোট এবং তার নিকটতম প্রতিদন্ধী মো. মনির হোসেন (মনির) বালতি প্রতিক নিয়ে ৪৫৮ ভোটে বিজয়ী হন। এবং সহ-সভাপতি পদে মোঃ আলআমিন বিনাপ্রতিদ্বদিতায় নির্বাচিত হন। এবং অর্থ সম্পাদক মোঃ লিটন মন্ডল ৩৮৯ এর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মেহেদী হাসান (উজ্জল) ৪৬৭ ভোট পেয়ে বিজয়ী হন। ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আশরাফুর রহমান ( মিন্টু) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। সহ-সাধারণত সম্পাদক পদে মোঃ কামারুজ্জামান (সোহাগ) ছাতা প্রতিক ২০৩ ভোট ও মোঃ খুশি আলম ৩৫০ ভোট কলসী প্রতিক নিয়ে বিজয়ী হন। সড়ক সম্পাদক পদে মোঃ মনোয়ারুল ইসলাম বিনা প্রতিদ্বদ্বিতায় বিজয়ী হন, দপ্তর সম্পাদক পদে মোঃ মাসুম শেখ গোলাপ ফুল প্রতিক ৪২০ ভোট, মোঃ বেলায়েত হোসেন ছাতা প্রতিক নিয়ে ৪৪৯ ভোটে বিজয়ী হন। প্রচার সম্পাদক মোঃ শাকিল শেখ গামছা প্রতিক ৪২০, মোঃ মজনু শেখ মাইক প্রতিক নিয়ে৪৩৮ ভোটে বিজয়ী হন। সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ হরিন প্রতিক নিয়ে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হন, ক্রীড়া সম্পাদক পদে মোঃ মনিরুজ্জামান (দীপু) ৩৯৩ বই প্রতিক মোঃ শাহাদাৎ হোসেন ব্যাট প্রতিক নিয়ে ৪৬৬ ভোটে বিজয়ী হন, কার্যকরী সদেস্য পদে মোঃ শিবলী রহমান বটগাছ প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে সর্বমোট ৯৯৩ জন ভোটার অংশ গ্রহন করে এবং কমিটির ১২ সদস্য মধ্যে ইতি মধ্যে ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বী হিসেবে জয় লাভ করছেন। বাকীরা ৭ জন অন্যন্য পদে নির্বাচন করেছিল এই নির্বাচন অবাদ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোঃ হজরত আলী। প্রিজাইডিং অফিসার সরকার ছানোয়ার হোসেন, এবং সদস্য সচিব নির্বাচন পরিচালনা কমিটির মোঃ জাকির হোসেন।
নব-নির্বাচিত সভাপতি মোঃ ফিরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন (মনির) বিজয়ী হয়ে বলেন, আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করবো এবং সকল শ্রমিক ভাই দের সাথে হাতে হাত রেখে আগামী দিনগুলো সকলকে নিয়ে এক সাথে কাজ করবো ইনশাআল্লাহ।
