যুগের কথা প্রতিবেদক: বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের ঘৃণ্য মন্তব্যের প্রতিবাদে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং বিভিন্ন সময়ে পরিকল্পিতভাবে স্বাধীনতা বিরোধী অপশক্তি ছাত্র-শিবির-ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী শহীদ ফারুক হোসেন, বুয়েট ছাত্রলীগকর্মী শহীদ আরিফ রায়হান দ্বীপ, বুয়েট ছাত্রী সাবিকুন নাহার সনি, চট্টগ্রামের বাকলীয়া সরকারি কলেজ ছাত্রলীগের ৮ নেতাকর্মী হত্যার রায় দ্রুত ঘোষণার দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং বিএনপি নেতা মোয়াজ্জেম আলালের কুশপুত্তলিকা দাহ করেছে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ।
শুক্রবার সকালে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত), বীরমুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ, পৌর ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান মতিন, সাধারন সম্পাদক রবিউল ইসলাম রুবেল প্রমুখ। এসময় ছাত্রলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
