কাজিপুর প্রতিনিধি : ৩রা ডিসেম্বর কাজিপুর উপজেলা বাসির জন্য চিরস্মরণীয় দিন। এ দিনটি কাজিপুর বাসির সবচেয়ে গৌরব ও অহংকারের দিন। দিনটি মর্যাদার সাথে উৎযাপন করার লক্ষ্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পুর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ড ও কাজিপুর পাবলিক লাইব্রেরি। কর্মসূচির শুরুতেই কাজিপুর স্বাধীনতা স্কয়ার এ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও কাজিপুর পাবলিক লাইব্রেরি সদস্যবৃন্দ। শ্রদ্ধানিবেদন শেষে উপজেলা আঃলীগ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে ভারচুয়ালী বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। ৩ই ডিসেম্বর স্মৃতি চারণ করেন বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, আব্দুস সালাম, আব্দুর রশিদ, ইউনুস আলী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর বীর মুক্তিযোদ্ধা শাহাজামাল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শিবন চাকলাদার, সম্পাদক গোলাম কিবরিয়া খান, সদস্য আসাদ, সুমন, কাজিপুর পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতাসাধারণ সম্পাদক আল মাহমুদ সরকার জুয়েল, সভাপতি কবি শাহা আলম, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেল, সদস্য সাইফুল ইসলাম পলাশী, শাহানা পারভীন সহ আরও অনেকে। পরে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে মোনাজাত করা হয়।
