ঢাকাসোমবার , ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে চলন্ত প্রাইভেটকার থামিয়ে প্রকাশ্যে ডাকাতি: গ্রেফতার ২

যুগের কথা ডেস্ক
অক্টোবর ৭, ২০২৫ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির সুমন: সিরাজগঞ্জে চলন্ত প্রাইভেটকার থামিয়ে প্রকাশ্যে ডাকাতি ঘটনার ২৪ ঘন্টার মধ্যে দুইজনে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।
সোমবার বিকালে ৫টায় র‌্যাব-১২ এর সদস্যরা সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের রহম আলী সেখের ছেলে মোঃ বাবু (৩৪) ও নতুন সয়দাবাদ গ্রামের সহিদের ছেলে সাহা (২৯)।

মঙ্গলবার বেলা ১২টার দিকে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তি এই তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য রয়েছে যে, শুক্রবার (৩ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়ে এলাকায় চলন্ত প্রাইভেটকার থামিয়ে ১৪-১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের মারধর করে এবং প্রাইভেটকার ভাঙচুর করে তাদের মালামাল লুটপাট করে নিয়ে যায়। ডাকাতির পর পরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় একটিট মামলা দায়ের হয়। যার মামলা নং-১। পরে র‌্যাব-১২ এর সদস্যরা সোমবার বিকালে ৫টায় সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে সন্দিগ্ধভাবে দুইজনকে গ্রেফতার করে।

উল্লেখ্য, আসামি মোঃ বাবু এর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতা করার অপরাধে ১৫ টি মামলা এবং সাহা এর নামে ৩ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে যমুনা সেতুু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।