যুগের কথা প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। একই দিনে নির্বাচন এবং গনভোট দিনে সাধারণ মানুষেরা ভোট দিতে এলোমেলো ধরে যাবে বললেন মওলানা রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে উপস্থিত আলেম-ওলামাদের উদ্দেশ্যে বলেন, ইসলামী জলসা ও ওয়াজমাহফিলে কোন ধরনের রাজনৈতিক বক্তব্য রাখা যাবে না।
আগামী দিনে নতুন বাংলাদশে গড়ে তোলার ক্ষেত্রে দল মত নির্বিশেষে সবাইকে ঔক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা যার যার যায়গা থেকে ঐতিহাসিক ভুমিকা পালন করবো। কারন আগামী দিনের বাংলাদেশ হবে হবে আলেম ওলামার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ।
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সিরাজগঞ্জ জেলা শাখার মুসলিম উম্মাহর ঐক্যে মুফাসসির ও আলেমদের করণীয় শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন তিনি।
শনিবার (১১ আগষ্ট) সকালে সিরাজগঞ্জ সলঙ্গার হাটিকুমরুলে সিদ্দিকিয়া কমপ্লেক্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য মাওঃ মো: রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও উল্লাপাড়া – সলঙ্গা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওঃ রফিকুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা শাখার আমির ও সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, সিরাজগঞ্জ জেলা শাখার নায়েবে আমির ও বেলকুচি এনায়েতপুর চৌহালী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ আলী আলম, জেলা আমির ও কাজীপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ শাহিনুর আলম,
কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডঃ অধ্যাপক মাওলানা আব্দুস সামাদ, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন রাজশাহী বিভাগের সেক্রেটারি আলহাজ্ব মাওলানা রুহুল আমিন জিহাদী, মা.মু রাজশাহী বিভাগের প্রচার সম্পাদক আলহাজ্ব মাওলানা আবুল বাশার হেলালি, মসজিদ মিশন সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি এখ.ম আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ সদর থানা শাখার আমির অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন, সলঙ্গা থানার আমির মোঃ রাশেদুল ইসলাম শহীদ, তাড়াশ উপজেলা শাখার আমির খ.ম, সাকলাইন, এনায়েতপুর থানা শাখার আমির ডাক্তার মোহাম্মদ সেলিম রেজা, কামারখন্দ উপজেলার শাখার আমির মাওলানা মোঃ ইউসুফ আলী, রায়গঞ্জ উপজেলার শাখার আমির, মোহাম্মদ আলী মুর্তজা, বেলকুচি উপজেলা শাখার আমির মোহাম্মদ আরিফুল ইসলাম সোহেল, উল্লাপাড়া উপজেলা শাখার আমির অধ্যাপক মোঃ শাহজাহান আলী, সিরাজগঞ্জ পৌরসভার আমির অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, ওলামা বিভাগের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আতাউর রহমানসহ শতশত নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
