সম্পাদকীয়
-
সম্পাদকীয়
বিগত শতকের ষাটের দশকের শেষের দিকে এখনকার অত্যন্ত জনপ্রিয় সিনে-সাপ্তাহিক চিত্রালী-র পাঠকদের মাঝে একটি জরিপ পরিচালনা করেছিল – পত্রিকাটির কোন বিভাগের লেখাগুলি পাঠক বেশি পছন্দ করে সে-বিষয়ে। প্রায় সবাইকে অবাক করে দেওয়ার মতো ছিল এ-জরিপের ফলাফল। পাঠকপ্রিয়তার বিচারে গল্পই ছিল সর্বাগ্রে। এ ফলাফলে অবাক হয়েছিলেন অনেকে কারণ চিত্রালীর আরো কয়েকটি বিভাগ ছিল মূলত বিনোদনকে কেন্দ্র…
-
সম্পাদকীয়
সাহিত্যে বিস্তৃত পরিসর ও পটভূমি নিয়ে মানবজীবনের নানা অনুষঙ্গ প্রতিফলিত হয়ে থাকে ছোটগল্পে। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ছোটগল্পে মননধর্মিতার সঙ্গে সাধারণ লোকজীবন-উপলব্ধিকে প্রসারিত চেতনায় বিস্তৃত করেছিলেন। তাঁর হাতেই বাংলা ছোটগল্প সমৃদ্ধি অর্জন করেছে। পরবর্তীকালে রবীন্দ্রনাথের চেতনাধারায় স্নাত হয়ে গল্পের ভুবন আরো সমৃদ্ধ ও বিচিত্র বৈভবে ঋদ্ধ হয়ে উঠেছিল। এই সময়ে বেশ কয়েকজন গল্পকারের গল্প ছিল জীবনচেতনার…
-
সম্পাদকীয়
জীবনের বহুমাত্রিক দিক উজ্জ্বল হয়ে ওঠে ছোটগল্পে। বাংলা সাহিত্যের এই ধারায় বিস্তৃত পরিসর ও পটভূমি নিয়ে মানবজীবনের নানা অনুষঙ্গ প্রতিফলিত হয়েছে। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ছোটগল্পে মননধর্মিতার সঙ্গে সাধারণ লোকজীবন-উপলব্ধিকে প্রসারিত চেতনায় বিস্তৃত করেছিলেন। তাঁর হাতেই বাংলা ছোটগল্প সমৃদ্ধি অর্জন করেছে। পরবর্তীকালে রবীন্দ্রনাথের চেতনাধারায় স্নাত হয়ে গল্পের ভুবন আরো সমৃদ্ধ ও বিচিত্র বৈভবে ঋদ্ধ হয়ে উঠেছিল।…
-
সম্পাদকীয়
সূচনাকাল থেকেই জীবনের বহুমাত্রিক দিক উন্মোচন করে চলেছে বাংলা ছোটগল্প। বাংলা সাহিত্যের এই ধারায় বিস্তৃত পরিসর ও পটভূমি নিয়ে মানবজীবনের নানা অনুষঙ্গ প্রতিফলিত হয়েছে। একসময় ফ্রয়েডীয় ও মার্কসবাদী চেতনা ছোটগল্পের ভুবনকে সমৃদ্ধ করেছিল। অন্যদিকে প্রান্তিক ও ব্রাত্য মানুষের জীবনসংগ্রাম ছোটগল্পকে নানাদিক থেকে করে তুলেছিল জিজ্ঞাসা-উন্মুখ। রবীন্দ্রনাথ তাঁর রচিত ছোটগল্পে মননধর্মিতার সঙ্গে সাধারণ লোকজীবন-উপলব্ধিকে যে প্রসারিত…
-
সম্পাদকীয়
স্মরণ, কৃতজ্ঞতা, প্রত্যয় : ১৯তম বছরে কালি ও কলম একসময়, যখন দৃশ্যমাধ্যম বলতে ছিল চলচ্চিত্র এবং টেলিভিশন, এবং সেগুলোর দর্শকও ছিল সীমিত, বাংলাদেশে উঁচুমানের কিছু সাহিত্যজার্নাল প্রকাশিত হতো, যেমন সমকাল, কণ্ঠস্বর, পরিক্রমা এবং সুন্দরম। এর বাইরে ছিল ছোটকাগজ, যেগুলো বেরুতো সারাদেশ থেকে, এবং দু-এক পত্রিকার সাহিত্যসাময়িকী। দৃশ্যমাধ্যমের আগ্রাসন প্রবল হওয়ার কারণে হোক, উদ্যমী সম্পাদক-প্রকাশকের অভাব…
-
সম্পাদকীয়
সম্পাদকীয় কালি ও কলমের প্রতিষ্ঠাকাল থেকে এর সম্পাদক আবুল হাসনাত, কবি-নাম মাহমুদ আল জামান, ছিলেন একাধারে কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, চিত্র-সমালোচক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রগতিচিন্তার নিরলস বাহক ও সর্বোপরি একজন সফল সম্পাদক। তিনি বিগত ১ নভেম্বর ২০২০ পরলোকগমন করেছেন। তাঁর বিদেহী আত্মা ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাবনত কালি ও কলম পরিবার। এদেশের সাহিত্যের পরিচর্যা ও নবীনদের সাহিত্যপরিমণ্ডলে…
