ঢাকাসোমবার , ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অধিগৃহণকৃত জমির সঠিক মূল্য নির্ধারণের দাবীতে ধুকুড়িয়া মৌজার জমির মালিকগণের মানববন্ধন

হুমায়ুন কবির সুমন
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির সুমন: বগুড়া থেকে শহীদ এম মনসুর আলী ষ্টেশন সিরাজগঞ্জ পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পে ধুকুড়িয়া মৌজার অধিগ্রহণকৃত সম্পত্তির সঠিক মূল্য নির্ধারণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন ধুকুড়িয়া মৌজার জমির মালিকগণরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জমির মালিকগণ মোছা: রুনা খাতুন, মোছা: হুসনা আরা খাতুন, শিল্পী খাতুন, সাথী খাতুন, হাবিবুর রহমান, দুলাল মিয়া, আনোয়ার হোসেন, রুবেল হোসেন, মমিনুল ইসলাম, হায়দার মল্লিক, শরিফ উদ্দিন মল্লিক, তানিয়া খাতুন প্রমুখ।
মানববন্ধনে ভুক্তভোগী জমির মালিকগণ বলেন, বগুড়া হতে শহীদ এম. মনসুর আলী ষ্টেশন সিরাজগঞ্জ পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পে সরকার কর্তৃক ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই ধারাবাহিকতায় সরকার সিরাজগঞ্জ সদর উপজেলার ধুকুড়িয়া মৌজার জে এল নং-৭০ অন্তর্গত অধিগ্রহণকৃত সম্পত্তির ৪ (১) ও ৭(১) ধারায় নোটিশ প্রদান ও সর্বশেষ ৮ (৩) ধারার নোটিশ ইতিমধ্যে প্রেরণ করেছেন।
ভুক্তভোগী জমির মালিকগণ অধিগ্রহণকৃত সম্পত্তির সরকার যে মূল্য নির্ধারণ করেছে, তাতে ভূমির মালিকগণ ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সরকার প্রতি শতাংশের জন্য ২০০% সহ যে মূল্য প্রদান করা হচ্ছে, তাতে ভূমির মালিকগণ বর্তমান বাজার মূল্যে ধুকুড়িয়া মৌজার মধ্যে কোন ভূমি ক্রয় করতে পারবে না। তাই সঠিক তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট জোড় দাবী জানান জমির মালিকগণ।
মানববন্ধন শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম বরাবর ভুক্তভোগী জমির মালিকগণ স্মারক লিপি প্রদান করেন। মানববন্ধনে ধুকুড়িয়া মৌজার মালিকগণসহ স্থায়ী এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।