ঢাকাবৃহস্পতিবার , ২৫শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে মতবিনিময় করলেন এমপি মনোনয়ন প্রত্যাশী খান সাঈদ হাসান

হুমায়ুন কবির সুমন
আগস্ট ২৭, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির সুমন: সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া-সলঙ্গা আসনে ধানের শীষ প্রতীকের এমপি মনোনয়ন প্রত্যাশী সাবেক ডিআইজি (অব.) খান সাঈদ হাসান জ্যোতি সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে সিরাজগঞ্জ রোড হাটিকুমরুল ন্যাশনাল ফুড ভিলেজের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় এমপি মনোনয়ন প্রত্যাশী সাবেক ডিআইজি (অব.) খান সাঈদ হাসান জ্যোতি

বলেছেন, আমি যদি জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দলীয় মনোনয়ন পাই এবং নির্বাচনে বিজয়ী হই, তবে এই আসনকে একটি আধুনিক, কর্মমুখী ও সুশাসিত মডেল আসনে রূপান্তর করব।

তরুণ প্রজন্মকে কর্মমুখী শিক্ষার আওতায় আনা হবে। নারীদের জন্য স্বাবলম্বী কর্মসংস্থান ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি বিশুদ্ধ পানি, বিদ্যুৎ, উন্নত রাস্তাঘাট ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। মাদক, চাঁদাবাজি ও দখলদারীমুক্ত সমাজ গঠনই আমার অঙ্গীকার।

তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা ও সমস্যাগুলো তুলে ধরতে সাংবাদিক সমাজ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই উন্নয়নের রূপরেখা বাস্তবায়নে আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান।

সভায় উপস্থিত ছিলেন দৈনিক আমার সিরাজগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হারুন অর রশিদ খান হাসান, দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার প্রধান সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিক মোহাম্মদ রুমন, দৈনিক সিরাজগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক আব্দুল হামিদ খান হিরা, দৈনিক শ্যামল বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক দিলিপ কুমার গৌড়, দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ সরকার, দৈনিক যুগের কথা পত্রিকার বার্তা সম্পাদক হুমায়ুন কবির সুমন এবং দ্য ডেলি স্কাই পত্রিকার প্ল্যানিং এডিটর আশরাফুল ইসলাম জয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল।

স্থানীয় সম্পাদকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে উল্লাপাড়া-সলঙ্গা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই সাবেক ডিআইজির জনপ্রিয়তা আরও সুদৃঢ় হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।