শাহিন রেজা :হাটিকুমরুল সিএনজি, অটোভ্যান, লেগুনা, ট্রাক ও মাইক্রোবাস চালকদের সাথে হাইওয়ে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি, পশ্চিম) আবুল কালাম আজাদের এক মতবিনিময় করেছেন
মঙ্গলবার (১৩ আগষ্ট) সন্ধ্যায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্তর এলাকায় এই মতবিনিময় করেন।
সভায় ডিআইজি আবুল কালাম আজাদ মহাসড়কে চলাচলরত চালকদের বাইলেন ব্যবহার, গতি নিয়ন্ত্রণ এবং নিয়মিত গাড়ির রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন ও বিভিন্ন পরামর্শ দেন। এ ছাড়া তিনি সড়কে চলাচলের ক্ষেত্রে চালকদের কোনো সমস্যা আছে কি না, সে বিষয়ে জানতে চান এবং আলোচনা করেন।
পরে তিনি হাটিকুমরুল হাইওয়ে থানা প্রাঙ্গণে কর্তব্যরত কর্মকর্তা ও সদস্যদের সাথে একটি বিশেষ কল্যাণ সভায় অংশ নেন।
এ সময় হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ও উপস্থিত ছিলেন।