ঢাকাবৃহস্পতিবার , ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ঠিকাদার লিটনের হাতে সড়ক বিভাগের ক্যাশিয়ার লাঞ্চিত

যুগের কথা ডেস্ক
জুলাই ১৮, ২০২২ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক : নিজ কার্যালয়ে ঠিকাদারের হাতে লাঞ্চিত হলো সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের ক্যাশিয়ার (এস.এ.সি) আবুল কালাম আজাদ।

সোমবার (১৮ জুলাই) সকালে মেসার্স লিটন এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী মোরশেদুল ইসলাম লিটন হাতে তিনি লাঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন ক্যাশিয়ার আবুল কালাম আজাদ।

এবিষয়ে ক্যাশিয়ার আবুল কালাম আজাদ জানান, সোমবার সকালে আমি অফিসে আসার সময় কম্পিউটার অপারেটর রওশনের সাথে কথা কাটাকাটি হচ্ছে। আমি গিয়ে কি হয়েছে এখানে হট্রগোল কিসের জানতে চায়লে আমার উপরে ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একর্পায়ে আমার গায়ে হাত তোলেন। আমি এর উপযুক্ত বিচার চাই।

সওজের কম্পিউটার অপারেটর রওশন আলী বলেন, ঠিকাদার লিটন আমার কাছে কমপ্লিশন সার্টিফিকেটের জন্য আসে। আমি বলেছি স্যারের কাছ থেকে অর্ডার নিয়ে এসে দেবো। এ কথা শুনে আমার উপর উত্তেজিত হয়ে উল্টোপাল্টা গালিগালাজ করেন লিটন। এরপর ক্ষিপ্ত হয়ে চলে যান। তারপর গেটে ক্যাশিয়োরের সাথে কি হয়েছে সেটা আমার জানা নেই।
সড়ক ও জনপথ বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান মিলু বলেন, ঠিকাদার মোরশেদুল ইসলাম লিটন কমপ্লিশন সার্টিফিকেট নিতে কম্পিউটার অপারেটর রওশন আলীর কাছে যায়। সার্টিফিকেট দিতে দেরী হওয়ায় তিনি উত্তেজিত তর্কাতর্কি শুরু করেন। এক পর্যায়ে রেগে বাইরে চলে যাবার সময় গেটে ক্যাশিয়ারের সাথে দেখা হয়। বিষয়টি ক্যাশিয়ার জানতে চাইলে তাকেও ধাক্কা মেরে ফেলে দেন লিটন। এর কিছুক্ষণ পরে মাসুদ নামে লিটনের এক বন্ধু অফিসে এসে হুমকি-ধামকি এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ বিষয়ে জানতে মোরশেদুল ইসলাম লিটনের ফোনে যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।

ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স লিটন এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী মোরশেদুল ইসলাম লিটন সংবাদিদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার মুঠো ফোনে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঘটনাস্থল পরিদর্শনকারী সদর থানার এসআই আব্দুল আলীম জানান, সিরাজগঞ্জ সওজ, সড়ক বিভাগ অফিসে হোট্রগোলের খবর পেয়ে আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। ঘটনাস্থলে হাতাহাতী হয়েছে দুপক্ষয় জানিয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় সওজের ক্যাশিয়ার আবুল কালাম আজাদ বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। দন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ঘটনার পর স্থানীয়রা জানায়, ঠিকাদার মোরশেদুল ইসলাম লিটন বিভিন্ন সরকারি অফিসে টেন্ডা ওপেনের সময় তার পেটুয়া বাহিনী নিয়ে উপস্থিত হয়ে অফিসারদের নানান রকম ভয় ভিতি দেখায়। এজন সড়ক বিভাগ, এলজিইডি, গণপূর্তর অফিসার ও অফিসের কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা তার পেটুয়া বাহিনীর ভয়ে দিন পার করে। কৌশলে দুএকটি কাজ পেলেও সেই কাজের মেয়াদ শেষ হলেও তার সেই কাজ শেষ করতে পারেনা। নিম্নমানের কাজ করলেও কাজের তদারকী কর্মকর্তা তার ভূল ধরলেও পেটুয়া বাহিনী দিয়ে তাদের ভয়ভিতি দেখানো হয় বলে তারা অভিযোগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।