ঢাকাবৃহস্পতিবার , ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসনের সাংবাদ সম্মেলন

যুগের কথা ডেস্ক
এপ্রিল ২৪, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক :
“আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই স্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জে-২ প্রকল্পের আওয়ায় প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ের ১ম ধাপের ঘর বরাদ্দ সংক্রান্ত প্রেস বিফিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ আশ্রয়ণ প্রকল্প উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস বিফিং করেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মোবারক হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মাশুকাতে রাব্বী, সদর উপজেলা ভূমি কর্মকর্তা রবিন শীষ, জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মুরাদ হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া সাংবাদিক বৃন্দ।
এ সময় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, আশ্রয়ণ প্রকল্প মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে আর সেটি বাস্তবায়নের লক্ষ্যেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য আগামী  ২৬ তারিখ সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।