যুগের কথা প্রতিবেদক :
সিরাজগঞ্জের-রায়গঞ্জ উপজেলার আঞ্চলিক সড়কে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩জন।
নিহতরা হলেন, সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের নওদা ফুলকোচা গ্রামের গোপিনাথ হালদারের ছেলে সিএনজি চালক মানিক হালদার (৫০) ও টাঙ্গাইল সদরের কাঠুয়া যোগনী গ্রামের মৃত নব কিশোরের ছেলে মাছ ব্যবসায়ী দিনেশ কুমার সরকার (৪৫)।
বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে রায়গঞ্জ উপজেলার লক্ষীকোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ দুর্ঘটনায় ঘটনায়, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে কয়েকজন মাছ ব্যবসায়ী একটি ইজিবাইক নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলো।
বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের দুই যাত্রী নিহত হয় এবং তিনজন আহত হয়।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
