পাবনা প্রতিনিধি : পাবনায় আলাদা সড়ক দূর্ঘটনা ও ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৫ জন। শুক্রবার রাতে ও শনিবার পৃথক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের বয়রা কাশিনাথপুর নামক এলাকায় ঢালারচর থেকে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটাপড়ে মোজাহার মোল্লা ওরফে মোজা (৫৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। সে ওই এলাকার লোকমান মোল্লার ছেলে। একই দিন দুপুরে পাবনা থেকে গ্রামের বাড়ি ইসলামগাতী যাওয়ার সময় টেবুনিয়া কৃষি ফার্ম গেটে সিএনজি চালিত অটোরিক্সার সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আসাদুজ্জামান ফিরোজ (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়। তিনি সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ইসলামগাতী গ্রামের জামাল সরকারের ছেলে ও পাবনা জজ কোর্টের আইনজীবী ছিলেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়।
অপরদিকে শক্রবার সন্ধায় পাবনা শহরের শালগাড়িয়া জালাল মেমোরিয়ার হাসপাতালের সামনে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে মেহেদী হাসান রনি (২০) নামের এক যুবক নিহত হয়। সে শহরের সিংগা পালপাড়া মহল্লার রবিউল ইসলামের ছেলে ও পাবনা কলেজ থেকে বিজ্ঞান বিষয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
