শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম গতকাল বিকেলে প্রশাসনিক ভবনে সংবাদ সম্মেলন করেছেন। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের পরীক্ষা গ্রহণ, শিক্ষা কার্যক্রমের গতিশীলতা আনা এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গৌরব ও ঐতিহ্য বজায় রাখার প্রচেষ্টাসহ নানা বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, দু’বছর বন্ধ থাকার পরে গতকাল মঙ্গলবার থেকে ৫টি বিভাগের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। এতে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ফিরে এসেছে এবং বিশ্ববিদ্যালয়ের ছন্দ ফিরে আসতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয়কে প্রাণবনত করতে আমি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে এবং মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে মহান বিজয় দিবস বিশ্ব বিদ্যালয়ের পক্ষ থেকে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী’র সাথে শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে অংশ নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ ও শাহজাদপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফ, রেজিস্ট্রার সোহরাব আলী, শিক্ষকবৃন্দ, জনসংযোগ কর্মকর্তা শাহ আলীসহ অন্যান্য কর্মকর্তাগণ। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি বলেন, প্রথম সাক্ষাতে আমি আপনাদেরকে বলেছিলাম, “শিক্ষার্থীদের শিক্ষাই আমার প্রধান বিবেচ্য বিষয়।” সেই কাজটি আমি আজকেই শুরু করতে পেরেছি বলে নিজেকে আত্মতৃপ্তবোধ করছি। এ ব্যাপারে আমার শিক্ষকদের সার্বিক সহযোগিতা আছে বলেই তা সম্ভব হয়েছে। কারণ তারা শীতকালীন ছুটি গ্রহণ না করে আজকের পরীক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন এবং বরাবরই তা করবেন। ভিসি মহোদয়ের এ উদ্যোগকে শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং শাহজাদপুরবাসী সাধুবাদ জানিয়েছেন।
