তাড়াশ প্রতিনিধি: সারাদেশের ন্যায় গতকাল শনিবার তাড়াশে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষে মহান বিজয় দিবস উপলক্ষ্যে তাড়াশ বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিজয় শোভা যাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিজয় শোভাযাত্রায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সগুনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রজত কুমার ঘোষ, মোঃ শাহিনুর ইসলাম লাবু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, নজরুল ইসলাম বাচ্চু, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল রাজ্জাক, যুব মহিলা লীগের সভাপতি শিল্পী খাতুন সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিজয় শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।
