যুগের কথা প্রতিবেদকঃ
জমে উঠেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
আসন্ন ৩নং জামতৈল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো.তানভীর ইসলাম জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এবং জামতৈল ইউপি চেয়ারম্যান হিসেবে তানভীর ইসলাম’কে পেতে চান এলাকাবাসী।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তানভীর ইসলাম জামতৈল ইউনিয়নে জনপ্রিয় একজন নেতা। ইউনিয়নের কোনো মানুষ বিপদে পড়লে ছুটে যান তিনি। প্রতিনিয়ত অসহায়দের পাশে থাকায় তানভীরকেই ভরসা স্থানীয়দের।
জামতৈল ইউনিয়নের কর্ণসূতি,বড়কুড়া,ছোটকুড়া,পাকুরিয়া সহ কয়েকটি গ্রামের পাড়ার বাসিন্দা বলেন, তানভীর ইসলাম চশমা প্রতীকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন। কারণ তিনি এলাকায় তার দাদা ও বাবার মতোই জনপ্রিয়। তিনি চেয়ারম্যান হলে এলাকার অনেক উন্নয়ন হবে। এলাকার গরিব ও অসহায় মানুষ সরকারের দেওয়া সুযোগ-সুবিধাগুলো ভালোভাবে পাবেন। তিনি তার বাবার মতোই একজন ভালো মানুষ।
তানভীর ইসলাম এর দাদা আনছার আলী শেখ জামতৈল ইউনিয়ন পরিষদের তিন তিন বার সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। জামতৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত নুরুল ইসলাম শেখের বড় ছেলে মো.তানভীর ইসলাম। বাপ দাদার স্বপ্ন পূরণে জামতৈল ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবেন বলে মনে করছেন এলাকার সাধারণ জনগণ।
তানভীর ইসলাম বলেন, এলাকাবাসীর দোয়া ও ভালোবাসায় বিপুল ভোটে আমি জয়ী হবে ইনশাআল্লাহ।আমার দাদা ও বাবা জামতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সততার সঙ্গে দ্বায়িত্ব পালন করেছেন। আসহায় মানুষের জন্য সবসময় ভালো কিছু করবো, সেই সাথে সকল অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সাথে নিয়ে রুখে দাঁড়াবো।
