ঢাকাশুক্রবার , ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ

যুগের কথা ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২১ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক : মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উৎযাপন উপলক্ষে সোমবার জেলা সদরের স্বকন্ঠে  মুক্তিযুদ্ধের গল্প বলা / স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ।

শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে মুক্তিযোদ্ধাদ্বয় তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। কিভাবে কোথায় প্রশিক্ষণ নিয়েছেন। কোথায় যুদ্ধে অংশ গ্রহন করেছেন। কিভাবে সহমুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, কবে কিভাবে সিরাজগঞ্জ মুক্ত হলো সে সব ইতিহাস তুলে ধরেন। তারা বলেন আজকের প্রজন্মকে মুক্তিযুদ্ধেও চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্ব-নিয়োগ করতে নিজেদেরকে তৈরী করতে হবে।

শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। তিনি কিভাবে শোষন শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। কিভাবে বাঙ্গালী জাতিকে পাকিস্তানী শাসক গোষ্ঠীর শোষনের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। বঙ্গবন্ধুর ডাকে সেদিন কিভাবে ছাত্র যুব কৃষক জীবন বাজী রেখে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছিলেন। পাকিস্তানী শোষকগোষ্ঠী কিভাবে বাংলাদেশকে শোষন করেছেন সে সব জানতে হবে। জানতে হবে গণহত্যার ইতিহাস। তবেই আজকের তরুন সমাজের মধ্যে দেশে প্রেম সৃষ্টি হবে। তাই মুক্তিযুদ্ধের ইতিহাস পড়তে হবে জানতে ।

অনুষ্ঠানে অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মকবুল হোসেন, এমপিয়াজ মহল, মোস্তাফিজুর রহমান, শংকর কুমার দাস, রাবেয়া খাতুন, তসলিমা খাতুন, সেলিনা খাতুন, শাহ আলম, শরিফুর রহমান, সোহলে রানা প্রমুখ। পরে বীর মুক্তি যোদ্ধাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।