ঢাকাশুক্রবার , ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

যুগের কথা ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২১ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

কাজিপুর প্রতিনিধি : বিষাদ ও বেদনার স্মৃতি নিয়ে ফিরে এল শহীদ বুদ্ধিজীবী দিবস। এ দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির শুরুতেই সকালে কাজিপুর স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ ই ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে শহীদ বুদ্ধিজীবিদের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। সভায় স্মৃতি চারণ করেন, গাজী আব্দুস সালাম, থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার, পিআইও একেএম শাহা আলম মোল্লা, সাংবাদিক আব্দুল জলিল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, “১৯৭১ সালে জাতির চিরগৌরবের মহান মুক্তিযুদ্ধের বিজয় যখন অনিবার্য পাকিস্তানিরা বুঝতে পারে, তখন  এই দিনে (১৪ ডিসেম্বর) দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যার পৈশাচিকতায় মেতে উঠেছিল পাকিস্তানি হানাদার বর্বর সেনাবাহিনী। এই হত্যাযজ্ঞে সরাসরি সহায়তা করেছিল এ দেশের কিছু কুলাঙ্গার। রাজাকার, আলবদর, আলশামস নামে যারা ঘৃণিত, ধিক্কৃত।

স্বাধীন বাঙালি জাতিকে মেধা-মননহীন করে তুলতে পাকিস্তানিরা বেছে বেছে দেশের শ্রেষ্ঠ সন্তান শিক্ষাবিদ, গবেষক, সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবীসহ সমাজে সৃজনশীলতায় অগ্রণী মানুষদের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন করে হত্যা করে। “এসময় উপস্থিত ছিলেন সহকারী  কমিশনার (ভূমি) এ বি এম আরিফুল ইসলাম, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল, শিক্ষা অফিসার হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, কৃষি সম্প্রারন কর্মকর্তা শুভজিদ রায়, মুক্তিযোদ্ধাবৃন্দ, ফায়ার সার্ভিস ইনচার্জ, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।