রায়গঞ্জ প্রতিনিধি: রায়গঞ্জে পৌর বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে রায়গঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন পৌর বিএনপির সভাপতি প্রার্থী মাহমুদুল হাসান তামান্না ও সাধারন সম্পাদক প্রার্থী ইসমাইল হোসেন।
শনিবার বিকেল ৫ টায় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে প্রার্থীরা অভিযোগ করে বলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক টাকার বিনিময় পকেট কমিটি দেয়ায় ওই কমিটি আমরা বাতিলের দাবি জানাচ্ছি।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড পৌর বিএনপি সভাপতি মিজানুর রহমান, ২নং ওয়ার্ড সভাপতি গোলাম রব্বানী, সাধারন সম্পাদক আলামিন, ৩নং ওয়ার্ডের সাধারন সম্পাদক দুলাল হোসেন, ৪ নং ওয়ার্ডেও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক আ: রশিদ, ৫ নং ওয়ার্ডের সভাপতি আ: রাজ্জাক, সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম, ৬নং ওয়ার্ডের সাংগঠনিক জহুরুল ইসলাম, ৭নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আবু রায়হান ও ৮নং ওয়ার্ডের সাধারন সম্পাদক জিন্নাহ প্রমূখ।
