আগামী ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে কাজিপুরে করনীয় নির্ধারণ শীর্ষক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।প্রধান অতিথি হিসেবে করনীয় নির্ধারনে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
সভায় বক্তব্য রাখেন, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত মোঃ রেজাউল করিম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন। এ সময় তারা, এ বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বিজয় দিবস ভিন্ন আঙ্গিকে পালন উপলক্ষে করনীয় নির্ধারনে বিষয়ে বিভিন্ন দিক, নতুন আঙ্গিকে মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া, শহিদ বুদ্ধিজীবি ও শহিদ মুক্তি যোদ্ধাদের স্মরণে দোয়া, ৫০টি তপ ধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু করা, স্বাধীনতা স্কয়ারে শ্রদ্ধানিবেদন, স্বাধীনতা সম্পর্কিত বিষয়ে কুচকাওয়াজ প্রদর্শন বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এছাড়া অনুষ্ঠানে কে সাফল্য মণ্ডিত করতে সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
এছাড়া বক্তব্য রাখেন, বীর মুক্তি যোদ্ধা এস এম হাবিবুর রহমান, গাজী আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন, টিএম আতিকুর রহমান নান্নু, উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল, শিক্ষা অফিসার হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা,থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার, মেঘাই ই ইউ আই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকী, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, পি আই ও এ কে এম শাহা আলম মোল্লা, এনজিও প্রতিনিধি রবিউল আউয়াল তালুকদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধাগন, ফায়ার সার্ভিস ইনচার্জ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধিবৃন্দ।
