টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) মৃত্যু ঘটেছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১ টার দিকে জোকারচর এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। এই বিষয়টি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সুফিয়া নাসরীন নিশ্চিত করেছেন।
পুলিশ উপপরিদর্শক এসআই সুফিয়া নাসরীন জানান, “রাতে একটি অজ্ঞাত গাড়ি নিহত বৃদ্ধকে চাপা দিয়ে চলে যায়। আর এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
তিনি আরও বলেন, “তৎক্ষনাৎ খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত বৃদ্ধের লাশের মাথার একপাশে জখম ও এক হাত ভেঙে গেছে এবং বাম হাতে চুড়ি, গলায় লোহার শিকলের চেইন পড়া আছে।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
